খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াল রাশিয়া

যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের ওপর খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার প্রকাশিত এক সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, নতুন করে নিউজিল্যান্ডের ওপর খাদ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইউক্রেন, আলবেনিয়া, মন্টেনিগ্রো, আইসল্যান্ড ও লিখটেনস্টাইন থেকে রাশিয়ায় পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে মাংস, সসেজ, মাছ, সামুদ্রিক খাবার, দুগ্ধজাত পণ্য, শাকসবজি, ফল ও অন্যান্য সামগ্রী।
প্রাথমিকভাবে ২০১৪ সালে প্রবর্তিত এই নিষেধাজ্ঞাটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়, ২০২৪ সালের শেষ পর্যন্ত যা কার্যকর থাকবে।
সূত্র: নয়াদিগন্ত
ON/ORNB