দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার দায়িত্ব যাকে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ধনকুবের ইলন মাস্ক বলছেন, যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
আসন্ন রিপাবলিকান প্রশাসনের অধীনে সদ্য সৃষ্ট ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্ব দেওয়া হয়েছে মাস্ককে। তার কাজ হবে নাগরিকদের করের টাকা বাঁচানোর উপায় খুঁজে বের করা। দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন,
“আমেরিকা বর্তমানে অতি দ্রুত দেউলিয়াত্বের দিকে যাচ্ছে।”
মাস্ক এই কথাটি লিখেছেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির এক্স হ্যান্ডেলের একটি পোস্টের প্রতিক্রিয়ায়। পোস্টটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের বার্ষিক ব্যয় ৬.১৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ ২০২৩ সালে রাজস্ব আয় হয়েছে মাত্র ৪.৪৭ ট্রিলিয়ন ডলার।
ডিওজিইর পোস্টে বলা হয়, “এই প্রবণতাকে অবশ্যই উল্টে দিতে হবে এবং বাজেটে ভারসাম্য বজায় রাখতে হবে।” নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলা এবং ব্যয় কমানোর জন্য ডিওজিই গঠন করা। দপ্তরটির পরিচালনায় মাস্কের সহযোগী হিসাবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী, যিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের একজন উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী।
এবছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ঋণ সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বিটকয়েন ব্যবহার করে তা শোধের প্রস্তাব করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের ঋণের পরিমাণ প্রায় ৩৫ ট্রিলিয়ন ডলার। ফোর্বসের প্রতিবেদন মতে, ২০২৪ সালের শুরুতেই যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। মূলত করোনা মহামারির সময় লকডাউনের ফলে সৃ্ষ্ট আর্থিক মন্দা থেকে বের হয়ে আসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেওয়া আর্থিক সহায়তা প্যাকেজের ফলে এই ঋণের বোঝা তৈরি হয়েছে।
এর ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও রেকর্ড পরিমাণে সুদের হার বাড়াতে বাধ্য হয়। ট্রাম্প বলেছিলেন, “তাদের একটি ছোট ক্রিপ্টো চেক দিন, হবে না? আমরা তাদের হাতে কিছু বিটকয়েন দেব এবং আমাদের ৩৫ ট্রিলিয়ন ডলারের ঋণ মুছে দেব।”
গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের জয়ের পর মাস্ক এক্সে এক পোস্টে বলেন,
“অতিরিক্ত সরকারি ব্যয় আমেরিকাকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। আর এই ঋণ বৃদ্ধি টেকসই নয়।”
ডিওজিই বিভাগের নামটিও ডজকয়েন নামের ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত, যা ২০১৩ সালের বিখ্যাত শিবা ইনু কুকুরের মিম থেকে এসেছে। মাস্ক জানান, ডজকয়েন তার পছন্দের ক্রিপ্টোকারেন্সি এবং তার গাড়ি কোম্পানি টেসলা এটি গ্রহণ করে। বিটকয়েন একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা, যা কোনো আর্থিক ব্যবস্থা বা সরকারি কর্তৃপক্ষ ছাড়াই কাজ করে।
ইনভেস্টোপিডিয়ার প্রতিবেদন মতে, বিটকয়েন ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে ফিয়াট মুদ্রার বিকল্প হিসাবেও ব্যবহার করা যায়। ক্রিপ্টো এক্সচেঞ্জ একটি ডিজিটাল নেটওয়ার্ক যা পিয়ার-টু-পিয়ার ট্রান্সফার ব্যবহার করে এবং সমস্ত লেনদেনের রেকর্ড রাখে। নেটওয়ার্কটি ব্লকচেইন দিয়ে পরিচালিত একটি ওপেন সোর্স প্রোগ্রাম। এটি জালিয়াতি প্রতিরোধের জন্য লেনদেনের ইতিহাস শৃঙ্খলবদ্ধ করে রাখে। বিটকয়েনের দাম বেড়ে সর্বশেষ ৯৭৪৫৫.৭০ ডলারে দাঁড়িয়েছে। একদিনে দাম বেড়েছে +৪.৩১ শতাংশ।
সূত্র: সকাল-সন্ধ্যা
ON/ORNB