বিয়েতে বন্ধুর হাতে উপহার দিতেই ‘হার্ট অ্যাটাক’, যুবকের মৃত্যু
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে গিয়েছিলেন বন্ধুর বিয়েতে। সেখানে হাসি মুখে নবদম্পতির হাতে তুলে দিয়েছিলেন উপহারও। কিন্তু এরপর যা ঘটেছে, তার জন্য প্রস্তুত ছিল না কেউই। ওই তরুণের আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই বিয়ের উৎসব রূপ নেয় বিষাদে।
মর্মান্তিক এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুলে। খবর এনডিটিভি’র। প্রতিবেদন মতে, বংশী নামের ওই যুবক বেঙ্গালুরুতে অ্যামাজনের সঙ্গে কাজ করেন। সে তার বন্ধুর বিয়েতে যোগ দিতে কুর্নুলের পেনুমাদা গ্রামে এসেছিল।
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই যুবক বিয়ের মঞ্চে নবদম্পতির কাছে একটি উপহার তুলে দিচ্ছেন। উপহার দেয়ার পরে, বর যখন চকচকে মোড়কটি খুলছিল, বংশী তখন ধীরে ধীরে বাম দিকে ঝুঁকে পড়তে শুরু করেন। ধীরে ধীরে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। এসময় তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে ধরে ফেলে। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানখার চিকিৎসকরা জানান বংশী মারা গেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ভারতে জিম এবং অন্যান্য অপ্রত্যাশিত জায়গায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে।
মুম্বাই সেন্ট্রাল ওকহার্ট হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. রবি গুপ্তর মতে, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, বায়ুদূষণ, মানসিক চাপ এবং ভারী ব্যায়ামের মতো কারণে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।
তার মতে, ভারতীয়রা জেনেটিক্যালি হার্ট অ্যাটাক প্রবণ এবং পশ্চিমা জীবনধারা গ্রহণের ফলে এই ঝুঁকি আরও বেড়েছে।
সূত্র: সময় টিভি
ON/MRF