যেদিন ট্রাম্প তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডার কুস্তিগীর স্বামীর মাথা ন্যাড়া করে দিয়েছিলেন!
যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ম্যাকমাহনকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের বহু পুরনো একটি ভিডিও শেয়ার করা হয়। যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে ট্রাম্পকে রেসলিং রিংয়ের ভেতরে এক ব্যক্তির মাথা ন্যাড়া করে দিতে দেখা যায়। ওই ব্যক্তি আর কেউ নন, লিন্ডার স্বামী ও সাবেক কুস্তিগীর ভিন্স ম্যাকমাহন।
ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে একটি চেয়ারে ভিন্সকে জোর করে বসিয়ে তার হাত বেঁধে ফেলা হয়। পরে পাশ থেকে একটি ট্রিমার হাতে নেন ট্রাম্প। সেটি তিনি গ্যালারি ভরা দর্শকদের সামনে হাত উঁচিয়ে প্রদর্শনও করেন। পেছন থেকে একজন ভিন্সের মাথা চেপে ধরেন। পরে ট্রাম্পসহ আরো একজন ট্রিমার দিয়ে তার মাথার চুলগুলো ফেলে দেন। এখানেই থামেননি ট্রাম্প। চুল কামিয়ে ফেলার পর শেভিং ক্রিম লাগিয়ে রেজর দিয়ে ভিন্সের মাথা ন্যাড়া করে দেন তিনি।
৭৬ বছর বয়সি লিন্ডা ও তার সাবেক কুস্তিগীর স্বামীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব বেশ পুরনো। ১৯৮০ এর দশকের শেষ দিকে ট্রাম্প রেসলিংয়ের বিশ্বখ্যাত ইভেন্ট ডব্লিউডব্লিউই রেসেলম্যানিয়া চার ও পাঁচের স্পনসর করেছিলেন। দুটি ইভেন্টটি নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অবস্থিত ট্রাম্প প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল।
২০০৭ সালে রেসেলম্যানিয়া ২৩-এ ‘ব্যাটেল অব দ্য বিলিয়নিয়ার্স’ ছিল ট্রাম্পের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ওই বছরের পহেলা এপ্রিল ইভেন্ট চলাকালীন ভিন্সের সঙ্গে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতার পর রেসলিং মঞ্চেই এ কাণ্ড ঘটিয়েছিলেন ট্রাম্প।
সুত্র: tbs
ON/RMN