‘উপহার’ হিসেবে ৭০টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠালেন পুতিন
‘উপহার’ হিসেবে ৭০টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া। এই তালিকায় একটি আফ্রিকান সিংহ ও দুটি বাদামি ভালুক রয়েছে।
রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছে রুশ সরকার।
রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘উপহার’ হিসেবে এসব প্রাণী দেশটিতে পাঠানো হয়েছে।
এর আগে গত এপ্রিলে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য বিভিন্ন প্রজাতির পাখি পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ছিল ঈগল, সারস ও তোতা।
গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একটি চুক্তি করেন পুতিন। সফরে পুতিনকে এক জোড়া কুকুর উপহার দেন কিম। কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের ছিল। বিশেষ করে পুতিনের এই সফরের পর পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
সুত্র: প্রথম আলো
ON/RMN