২০ লাখ রুপি ছিটিয়ে বিয়ের শোভাযাত্রা
ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থ নগরের একটি বিয়ের শোভাযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অতিথিরা বিপুল পরিমাণ ব্যাংক নোট বাতাসে ছড়িয়ে দিচ্ছে। বরযাত্রীদের সঙ্গে থাকা কিছু অতিথি বাড়ির ছাদে এবং এমনকি একটি বুলডোজারে উঠে গুচ্ছ গুচ্ছ নোট আকাশে ছুড়ছেন।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটির বর্ণনা অনুযায়ী, বরযাত্রীর এই অদ্ভুত কর্মকাণ্ড আফজাল এবং আরমান নামের দুই ব্যক্তির বিয়ের সময় ঘটেছে। অতিথিরা ১০০,২০০ এবং ৫০০ রুপির নোট উড়িয়ে দেন। গ্রামের মানুষদের হুড়মুড় করে সেই টাকা কুড়িয়ে নিতে দেখা যায়।
এই ঘটনা ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এই টাকাগুলো গরিবদের মধ্যে বিতরণের পরামর্শ দিয়েছেন, আবার কেউ মজার ছলে আয়কর অফিসে ফোন করার কথা বলেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভাই, এই টাকা গরিবদের মধ্যে বিতরণ করো।’ আরেকজন লিখেছেন, ‘এই টাকা দিয়ে চারজন গরিব মেয়ের বিয়ে হয়ে যেত।’
এই অনন্য ঘটনা এখন ভারতে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে।
সূত্র : আজকের পত্রিকা
on/abr