চীনে একটি মাধ্যমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৪ জন আহত
চীনের উত্তর–পশ্চিমের জিনজিয়াং প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে কাশগারের আট নম্বর মাধ্যমিক বিদ্যালয়ে পদদলনের ওই ঘটনা ঘটে। নগর প্রশাসনের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে ঘটনার বর্ণনায় বলা হয়, শিক্ষার্থীরা ডরমিটরি থেকে পাঠদানের একটি ভবনে যাওয়ার সময় এক শিক্ষার্থী একটি দরজার সমানে পড়ে যায়। এরপরই ‘পদদলনের ঘটনা ঘটে’। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য ওই বিবৃতিতে দেওয়া হয়নি। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে ‘তিনজনের অবস্থা গুরুতর, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে’ বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। বাকি ১১ জন সামান্য আহত হয়েছে। অবস্থা পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।
সূত্র : প্রথমআলো
ON / MLY