বায়ুদূষণে শীর্ষে লাহোর, তৃতীয় স্থানে ঢাকা
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বায়ুদূষণের তালিকায় ৩য় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী।
গতকাল ১২১ স্কোর নিয়ে ৯ম স্থানে ছিলো এই শহর। তবে আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারে ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২২০, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে ৭৩২ স্কোর নিয়ে দূষণের তালিকায় ১ম স্থানে পাকিস্তানের লাহোর। পাশাপাশি ২য় স্থানে রয়েছে দিল্লি, স্কোর ৬৭০।
২২০ আইকিউএয়ার স্কোর নিয়ে ঢাকার বায়ু অত্যন্ত বিপদজনক অবস্থায় রয়েছে। এ অবস্থায় হুমকির মুখে সকল ধরনের মানুষের স্বাস্থ্য। তাই সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা এবং গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।
সুত্র: ইত্তেফাক
ON/RMN