মারা গেলেন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন
মালয়েশিয়ায়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
এক শোকবার্তায় মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিল।’
দাইম জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়লাভ করেন জয়নুদ্দিন।
দেশটির অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারীকরণের জন্য কৃতিত্ব পেয়েছিলেন জয়নুদ্দিন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৯ ভাগে পৌঁছেছিল।
সুত্র: ইত্তেফাক
ON/RMN