ফের উ.কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরিক্ষা, উত্তরে দ.কোরিয়া, জাপান ও আমেরিকার যৌথ সামরিক মহড়া

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তিন দিনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বুধবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেটির নিন্দা জানিয়েছে সিউল, টোকিও ও ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ‘ফ্রিডম এজ’ নামের এই মহড়া করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিতে শুরু করেছে। এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহড়ার খবর সামনে এলো। এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, মহড়ায় দক্ষিণ কোরিয়ার ও জাপানি যুদ্ধবিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে।