মহাকুম্ভে যোগ দিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি

–ফাইল ছবি
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি এবার গ্ল্যামারের জগৎ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসগ্রহণ করেছেন। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে অংশ নিয়ে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।
মহাকুম্ভের কিন্নর আখড়ায় ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। এই সময় তিনি পিণ্ডদানও সম্পন্ন করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি’।
সন্ন্যাসগ্রহণের মুহূর্তে মমতাকে গেরুয়া পোশাকে এবং রুদ্রাক্ষের মালা গলায় পরিহিত অবস্থায় দেখা যায়। পুরোপুরি নতুন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এবং জুনা আখড়ার আচার্য স্বামী জয় আম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন তিনি।
১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের ‘তিরঙ্গা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন মমতা কুলকার্নি। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সাবছে বড় খিলাড়ি’। নব্বইয়ের দশকে একের পর এক হিট সিনেমায় তিনি ঝড় তুলেছিলেন।
২০১৬ সালে মমতা কুলকার্নি একটি মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আলোচনায় আসেন। থানে পুলিশ ২ হাজার কোটি রুপির মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে। মমতা ও তার সঙ্গী ভিকি গোস্বামীর নাম সেই মামলায় উঠে আসে। দীর্ঘ ২৪ বছর ধরে এ মামলার জটিলতা পেরিয়ে ২০২২ সালে তিনি খালাস পান এবং ভারতে ফিরে আসেন।
এবার সব বিতর্ক ও গ্ল্যামারের জগতকে পেছনে ফেলে সন্ন্যাস জীবনের পথে পা বাড়ালেন এই প্রাক্তন বলিউড নায়িকা।
-প্রতিবেদক
-ON/SMA