ইনস্টাগ্রামে ইলন মাস্ককে ‘নাৎসি’ বলার পর যুক্তরাষ্ট্রের উপস্থাপক বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্ককে ‘নাৎসি’ বলার অভিযোগে এক আবহাওয়া উপস্থাপককে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের মিলওয়াকিভিত্তিক একটি নিউজ চ্যানেল।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন মন্তব্য করার একদিন স্যাম কুফেলকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। নিউজ চ্যানেলটি বিষয়টিকে ‘ব্যক্তিগত সমস্যা’ হিসাবে বর্ণনা করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থাভাজন মাস্ক তার সমালোচকদের অভিযোগকে ‘নোংরা কৌশল’ বলে উড়িয়ে দিয়েছেন। প্রেসিদেন্টের অভিষেক সমাবেশে ‘নাৎসি স্টাইলে স্যালুট’ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আবহাওয়াবিদ স্যাম কুফেল ২০১৯ সাল থেকে ডাব্লুডিজেটি-টিভি চ্যানেলে কাজ করছিলেন। চ্যানেলটি তার ওয়েবসাইট থেকে কুফেলের পরিচয়ও সরিয়ে নিয়েছে। যদিও তিনি এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের অভিষেক সমাবেশে দেওয়া ভাষণে ইলন মাস্কের ‘নাৎসি অঙ্গভঙ্গি’র দৃশ্যটি দেখা যায়। ডেমোক্র্যাটরা এ নিয়ে বেশ সমালোচনা করছে। তারা বলছেন, এটি একটি ‘নাৎসি স্যালুটের কপি’।
যদিও ইলন মাস্ক পরামর্শ দিয়েছেন, সবাইকে হিটলার বলার চেয়ে বিরোধীদের উচিত আক্রমণ করার আরও ভালো উপায় খুঁজে বের করা!
এদিকে, ইহুদিবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী গ্রুপ অ্যান্টি-ডিফেমেশন লিগ মাস্কের এই অঙ্গভঙ্গিকে ‘বিশ্রী’ বলে বর্ণনা করলেও এটিকে নাৎসি স্যালুট বলে উল্লেখ করেনি।
সুত্র: ইত্তেফাক
ON/RMN