ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত

অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করেছে ভারত। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে আরটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটি সফলভাবে দেশীয় তৈরি ‘নাগ এমকে-২’ নামক তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ট্রায়াল পরিচালনা করেছে।
সম্প্রতি রাজস্থানের পোখরানের একটি ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইমেজিং ইনফ্রারেড (আইআইআর) সন্ধানকারী দিয়ে এই ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা সজ্জিত। এটি যে কোনো সময় স্থির এবং চলমান উভয় লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে।
গত নভেম্বরে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা উপকূলে প্রথম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় নয়াদিল্লি। ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ওপর জন্য জোর দিচ্ছে। স্থানীয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপাদানের জন্য বার্ষিক ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।
সুত্র: ইত্তেফাক
ON/RMN