গণশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে পিরোজপুরে স্মারকলিপি প্রদান

পিরোজপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সপ্তম পর্যায় সমাপ্ত হলেও প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দ্রুত অষ্টম পর্যায়ের অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছে ইমাম ও শিক্ষকবৃন্দ। রোববার (তারিখ উল্লেখ করুন) শহরের সি ও অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা প্রকল্পটিকে রাজস্বকরণ ও আউটসোর্সিং ব্যবস্থার আওতায় না এনে সরাসরি অষ্টম পর্যায় অনুমোদনের দাবি জানান।
১৯৯৩ সালে শুরু হওয়া এই প্রকল্পটি সপ্তম পর্যায় পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী ৭৩,৭৬৮টি শিক্ষা কেন্দ্র ও ২,০৫০টি রিসোর্স সেন্টার পরিচালিত হয়েছে। প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষকদের রাজস্বকরণের আওতায় আনতে দ্রুত অষ্টম পর্যায় অনুমোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। তারা জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের শিক্ষকরা রাজস্বকরণের আওতায় এলেও পরবর্তী পর্যায়ের শিক্ষকরা এখনো সেই সুযোগ পাননি। ফলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘যারা এখনো রাজস্বকরণের আওতায় আসেননি, তাদের অন্তর্ভুক্ত করতে হবে এবং আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করে অষ্টম পর্যায়ের প্রকল্প অনুমোদন করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মো. রেজা মেহেদী, ইমাম সমিতি পিরোজপুর জেলার সম্পাদক মাওলানা মো. মিরাজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ফারুকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।
–নাসির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA