মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, তিনি দাপ্তরিক ভবনের ভেতরেই এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, মো. বাবুল সরকার পিরোজপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। মাদকের বিরুদ্ধে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। একাধিকবার তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হলেও ‘বাঙালির বিশ্ববিক্ষণ’ নামে একটি বই লেখার পর তিনি শাস্তি এড়িয়ে যান বলে জানা গেছে।
পিরোজপুরের একাধিক মাদক ব্যবসায়ী অভিযোগ করেছেন, বাবুল সরকার জব্দকৃত মাদক অনেক সময় নিজের কাছে রেখে দেন এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করেন। এছাড়া, অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে কোনো মাদক ব্যবসায়ী সরাসরি এই বিষয়ে কথা বলতে রাজি হননি।
বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সম্পর্কে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিশ্চিত করেছেন যে, ছবির লোকটি বাবুল সরকার এবং ঘটনাস্থল অধিদপ্তরের চারতলা ভবন, যেখানে তিনি অবস্থান করেন। ২০২৪ সালের ১৫ এপ্রিল তিনি পিরোজপুরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে অধিকাংশ সময় এই ভবনের চারতলায় অবস্থান করেন।
সোমবার রাতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও কথা বলেননি। এমনকি তার অফিসেও গিয়ে তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানিয়েছেন, সকাল ৯টার পর তিনি অফিস থেকে বের হয়ে যান এবং আর ফেরেননি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস্ ও গোয়েন্দা) অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ বলেন, ‘ছবিটি কখন, কোথায় তোলা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
–মো. নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA