ডিলারশিপ না পেয়ে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতার হুমকি

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’ ডিলারশিপ না পাওয়ায় উপজেলা খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক জানান, ‘আব্দুস ছালাম অফিসে এসে গালিগালাজ করেন এবং উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিও বন্ধ না করলে আমার হাত কেটে নেওয়ার হুমকি দেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
জানা গেছে, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নে ‘ওএমএস’ ডিলারশিপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও এই লটারিতে অংশ নেন। কিন্তু নির্বাচিত না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
অফিস সহকারী হৃদয় বলেন, ‘সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে এসে গালিগালাজ করেন এবং যারা ডিলারশিপ পেয়েছেন, তাদের ডিও বন্ধ রাখার দাবি জানান। অন্যথায় খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন।’
তবে, এ বিষয়ে আব্দুস ছালাম দাবি করেন, ‘ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছে। তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
–সাজেদুল ইসলাম, ভূঞাপুর
–ON/SMA