একই নামের ছয় সিনেমা; তিনটিতে একই নায়ক; সবগুলোই সুপারহিট
প্রতিবছর ভারতে শত শত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এদের মধ্যে অল্প কয়টি বক্স অফিসে সাফল্য লাভ করে। বাকি সিনেমাগুলো পায় ফ্লপের তকমা।
তবে কিছু নাম রয়েছে যে নামে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। উদাহরণ হিসেবে ‘রাজ’ সিনেমার কথাই বলা যাক।
এই নামে গত ৫৭ বছরে বলিউডে মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, প্রতিটি সিনেমাই বক্স অফিসে পেয়েছে হিটের তকমা।
প্রথম ‘রাজ’ সিনেমা
১৯৬৭ সালে রাজেশ খান্না ও ববিতা অভিনীত সিনেমাটি প্রথম মুক্তি লাভ করে। এতে পরিচালক হিসেবে ছিলেন রবিন্দ্র ডেভ। সিনেমাটি ঐ সময়ে প্রায় ১ কোটি রুপি আয় করে।
দ্বিতীয় ‘রাজ’ সিনেমা
একই নামে ১৯৮১ সালে আরেকটি সিনেমা মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন রাজ বব্বর ও সুলক্ষণা পণ্ডিত। এতে নায়ক চরিত্রের নামও ছিল রাজ। হরমেশ মালহোত্রার পরিচালনায় করা সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে।
তৃতীয় ‘রাজ’ সিনেমা
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেন ইমরান হাশমি ও বিপাশা বসু। সিনেমাটির মাধ্যমে দুইজনই দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করেন। বক্স অফিসের ভৌতিক ঘরানার সিনেমাটি বেশ ভালো করে।
রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস
২০০৯ সালে সিরিজের দ্বিতীয় সিনেমা হিসেবে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি মুক্তি লাভ করে। এতে অভিনেত্রী হিসেবে ছিলেন কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি বক্স অফিসে দর্শকের মন জয় করে নেয়।
রাজ ৩
২০১২ সালে রাজ ৩ সিনেমা মুক্তি পায়। এতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেন বিপাশা বসু ও ইশা গুপ্ত। সিরিজের পূর্বের দুইটি সিনেমার মতো এটিও সাফল্য লাভ করে। বিক্রম ভাটের পরিচালনায় সিনেমাটির বাজেট ছিল ২৮ কোটি রুপি। তবে বক্স অফিসে এটি ৬৯.৭৩ কোটি রুপি আয় করে।
সুত্র: tbs
ON/RMN