সালমানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন ‘টুয়েলভথ ফেল’-এর নায়ক

বলিউডের অন্দরে একের পর এক হত্যার হুমকি ভিড় করছে। সুপারস্টার সালমান খানকে নিয়ে দিশেহারা চারদিক। এদিকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) হত্যার হুমকি পেলেন শাহরুখ খান। বাদ রইলেন না ‘টুয়েলভথ ফেল’খ্যাত নায়ক বিক্রান্ত ম্যাসিও।
বিক্রান্ত বলেন, ‘আমি ক্রমাগত হুমকি পাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক হুমকিমূলক বার্তা আসছে। আমি আগে কখনো এই বিষয়টি প্রকাশ করতে চাইনি, কারণ কেউ আমাকে সরাসরি কিছু বলেনি। তবে আমি বলতে চাই, আমরা শিল্পী এবং আমরা গল্প বলি। আমি কিভাবে এবং কী বলে সেদিকে মনোযোগ দিই না।’
তিনি আরও জানান, ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমাটি সম্পূর্ণ সত্যের ওপর ভিত্তি করে নির্মিত। এটি ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং অন্যান্য কারণে এটি স্থগিত করা হয়। বর্তমানে এটি ১৫ নভেম্বর মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।
সূত্র: সময় নিউজ.টিভি
NO/ARF