গজারি বনে রূপগঞ্জ ২ নম্বর ওয়ার্ড বিএনপির ঈদ আনন্দ ভ্রমণ

ঈদের ছুটিতে গাজীপুরের গজারি বনে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করেছিল রূপগঞ্জ ২ নম্বর ওয়ার্ড বিএনপি। ৫ এপ্রিল ২০২৫, শনিবার দুপুরের পর শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে এই আনন্দ ভ্রমণে অংশ নেন। বিকেল ৩টার দিকে তারা গন্তব্যে পৌঁছান এবং দিনভর আনন্দঘন পরিবেশে ঈদের খুশি ভাগাভাগি করেন।
সবুজে ঘেরা গজারি বনের মনোরম পরিবেশে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই মিলনমেলায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা মোঃ ফজলুল হক, তৈবুর রহমান (শুনু), মহামুদ্দুল্লা, হাবিবুর রহমানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা কেউ গান গেয়েছেন, কেউ আড্ডায় মেতেছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন মুহূর্তগুলো।
দলীয় সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ‘এ ধরনের আয়োজন কেবল আনন্দ উপভোগ নয়—এটি দলের মধ্যে বন্ধন, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা বাড়ানোর অন্যতম উপায়।’ তারা আরও বলেন, ‘ঐক্যই আমাদের শক্তি, আমরা একসাথেই এগিয়ে যাব।’
আড্ডা, খাওয়া-দাওয়া ও একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি রঙিন হয়ে ওঠে। সারাদিনের এই আনন্দভ্রমণ নেতাকর্মীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রূপগঞ্জ ২ নম্বর ওয়ার্ড বিএনপির এই মিলনমেলা ও ঈদ আনন্দ ভ্রমণ একতার বার্তা দিয়ে শেষ হয়, যা অংশগ্রহণকারীদের মনে গেঁথে থাকবে বহুদিন।
–মোঃ মিঠন মিয়া, রূপগঞ্জ-নারায়ণগঞ্জ
–ON/SMA