কচুয়ায় আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কচুয়ায় মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করছেন অতিথিবৃন্দ।
চাঁদপুরের কচুয়ায় মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান, সনদ বিতরণ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সনদ এবং নগদ সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৭০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেন। এছাড়া, ৩ জন গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রোস্তম আলী সরকারের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক ফারুক হোসেন ও সদস্য নাছির উল্যাহর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসেন, আরিফ বিল্লাহ, খলিলুর হমান মাষ্টার, ইমাম হোসাইন, শিক্ষক রোকেয়া আক্তার, আবুল কাশেমসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ ডিসেম্বর মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি তারিখে ফলাফল ঘোষণা করা হয়। ১১০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
ফাউন্ডেশনের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তাদের সহায়তা প্রদান করে আসছেন। ভবিষ্যতেও তারা মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।