বসন্তের রঙে রাঙিয়ে উঠল নগরী, জীবনে ছড়াল নতুন প্রাণ

বসন্তের আগমন! মাঘের তীব্র শীতকে পেছনে ফেলে প্রকৃতি ও মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। বসন্তের রঙে সাজছে নগরী, চারদিকে ছড়াচ্ছে উচ্ছ্বাসের পরিবেশ। শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, কোকিলের কুহুতান, ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কন শোনা যাচ্ছে। বসন্তের আবির্ভাবে জীবনের পূর্ণতা ফিরে এসেছে।
নগরবাসীও ঋতুরাজ বসন্তকে বরণ করে প্রকৃতির রঙে সেজেছে। দখিনা হাওয়ায় পলাশ রাঙা সকালে আমের মুকুলের দোলা জানান দিচ্ছে বসন্তের আগমনের বার্তা। ফাল্গুনের প্রতি প্রহরে প্রকৃতি আর মানুষ একাকার হয়ে মিলেমিশে উচ্ছ্বাসে মেতে উঠেছে।
শীতের শেষ লগ্নে বসন্তের রঙে নতুন প্রাণের স্পন্দন অনুভূত হচ্ছে। দালানের খোলস ছেড়ে নগরবাসী বাসন্তী সাজে মেতে উঠেছে, আর প্রকৃতির রঙে সাজছে পৃথিবী।
‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত,’ – বলেন একজন স্থানীয় বাসিন্দা।
–সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
–ON/SMA