কচুয়া পালাখাল উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়া উপজেলা এর ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ার আহমেদ মজুমদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, দাতা সদস্য ডা. স্বাধীন চৌধুরী, বিএনপি নেতা তাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক রুবেল বেপারী।
পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ নৃত্য ও গান পরিবেশন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রদল নেতা সাব্বির হোসেন, বিএনপি নেতা মোজাফফর হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নরেশ চন্দ্র ও প্রভাষক সিহাব হোসেন সাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
–মো: মাসুদ রানা, কচুয়া
ON/SMA