সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় অবস্থিত সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের মাঠে ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিপোর্ট লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
ক্রীড়া শিক্ষক জাকির হোসেন ভুইয়ার পরিচালনায় শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী ও ক্রীড়া নৈপুণ্য আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের মনোরঞ্জন করেছে।
বিশেষ অতিথি আনোয়ার হোসেন ভুইয়া তাঁর স্মৃতিচারণে বলেন, ‘আজ থেকে ৩৬ বছর আগে এই বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ছিলাম, তখন বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সহপাঠীদের নিয়ে নানা উচ্ছলতায় হৈ-হুল্লুরে মেতে উঠতাম। উপভোগ করতাম কৈশোর জীবনের সেরা সময়। আজকে মনে হচ্ছে আমিও হারিয়ে যাই এই শিক্ষার্থীদের মাঝে, স্যুটকোট খুলে মাঠে নেমে পড়ি। তবে আমাদের আমলে বিদ্যালয় ছিলো এনালগ, এখন ডিজিটাল হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে পুরো বিশ্ব যেমন এখন হাতের মুঠোয় ঠিক তেমনি হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের হা ডু ডু, দারিয়াবান্দা, বৌ চি, গোল্লাছুট খেলাগুলোর মতো আরো যেসব খেলা ছিলো সেগুলো পুনরুদ্ধার করতে হবে।’
–মাইনউদ্দিন সরকার, নরসিংদী
ON/SMA