সাদুল্লাপুরে আমার ঠিকানা বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অফিস উদ্বোধন

মাজসেবা ও জনকল্যাণমূলক সংস্থা আমার ঠিকানা বাংলাদেশ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অফিস উদ্বোধন আজ ২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জুনিদপুর (পাকারমাথা) এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা অফিসার এবং যুব উন্নয়ন অফিসার। এছাড়া, সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোঃ মাসুম পারভেজ বলেন, ‘আমার ঠিকানা বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।’
তথ্য কর্মকর্তা মাহাফুজা পারভীন বলেন, ‘আমার ঠিকানা বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আমরা সবাই এই সংস্থার পাশে থাকব এবং সহযোগিতা করব।’
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘আমরা সমাজসেবামূলক যে কোনো ভালো উদ্যোগের পাশে আছি এবং নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে আমার ঠিকানা বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
সংগঠনের পক্ষ থেকে সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
– মাসুম পারভেজ, গাইবান্ধার
ON/SMA