‘প্রয়াত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য’

–নায়করাজ রাজ্জাক
নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের আজ ৮৩তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে তার হাতেখড়ি হয়। এরপর ঢাকায় এসে সিনেমার নায়ক হয়ে ওঠেন এবং ‘নায়করাজ’ খেতাব অর্জন করেন।
রাজ্জাক ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ে ফিল্মালয় থেকে সিনেমার ওপর ডিপ্লোমা গ্রহণ করেন। কলকাতায় ফিরে ‘শিলালিপি’সহ দুইটি সিনেমায় অভিনয় করেন। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি পরিবারসহ ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে ‘উজালা’ সিনেমার মাধ্যমে পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন।
সালাউদ্দিন পরিচালিত ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় তার যাত্রা শুরু হয়। তবে নায়ক হিসেবে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন জহির রায়হানের পরিচালনায় ‘বেহুলা’ সিনেমায়। এই সিনেমায় কোহিনূর আক্তার সুচন্দার বিপরীতে তার অভিনয় দর্শকপ্রিয়তা পায়।
১৯৯০ সাল পর্যন্ত রাজ্জাক ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক হিসেবে কাজ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘পিচ ঢালা পথ’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘রংবাজ’, ‘অশিক্ষিত’, এবং ‘জীবন থেকে নেয়া’। প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি।
নায়করাজ রাজ্জাক প্রযোজক হিসেবেও সফল ছিলেন। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘রংবাজ’। এছাড়া পরিচালনার দায়িত্বও তিনি পালন করেছেন। ‘অনন্ত প্রেম’ সিনেমাটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা বাংলা চলচ্চিত্রে একটি মাইলফলক।
সর্বশেষ তিনি বড় ছেলে বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমায় তার বন্ধু পরিচালক চাষী নজরুল ইসলামও অভিনয় করেছিলেন।
নায়করাজ উপাধি রাজ্জাককে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্র পত্রিকা ‘চিত্রালী’র সম্পাদক আহমদ জামান চৌধুরী। আজও তার অবদান ও স্মৃতি ঢালিউডে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ON/SMA