পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে শিল্পকারখানা গড়ার দাবি

গত ১৫ বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের প্রত্যেক উপজেলার শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ৪টি সংগঠনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি বক্তব্য দেন।
আমিরুল হকে বলেন, সরকারের কোষাগারে টাকা নেই — এ অজুহাতে ২৬টি পাটকল, ৯টি চিনিকল এবং ৬৪টি সুতা ও বস্ত্রকল বন্ধ। অথচ দেশ থেকে ১৫ বছরে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসব টাকা ফিরিয়ে আনতে হবে।
পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে বন্ধ কলগুলো চালু করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাকি টাকা দিয়ে প্রত্যেক উপজেলায় ইন্ড্রাস্ট্রি গড়ে তুলতে হবে।
এতে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বেকারত্ব কমবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: সময় টিভি
ON/MRF