পোশাক শ্রমিকদের প্রতিবছর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি
দেশে পোশাক শ্রমিকদের জন্য প্রতিবছর ১৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা। বাজার দর অনুসারে মজুরি পুননির্ধারণ, কারখানাভিত্তিক রেশন ব্যবস্থা চালু ও ১৮ দফার ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা গার্মেন্ট টিইউসি কেন্দ্রীয় কমিটি।
সমাবেশে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষ বলেন, শ্রমিকেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে।
আমরা সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চাই। সরকার তাদের পছন্দের লোকদের দিয়ে মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কারবিষয়ক দুটি পৃথক কমিটি করেছে। আমরা আশা করি, শ্রমিকদের সঙ্গে অতীতের ন্যায় কোনো প্রহসন করা হবে না।
সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকেরা বার্ষিক অতিরিক্ত ১ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়ে শ্রমিকদের উসকানি দিচ্ছেন।
এটিকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটলে তার দায় মালিকপক্ষকে নিতে হবে। উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী বলেন, মজুরি বৃদ্ধির দাবি করে গত বছরের অক্টোবরে পতিত স্বৈরাচারের গুলিতে চারজন শ্রমিক প্রাণ হারান। বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ হারে মজুরি বৃদ্ধি করা না হলে সেটা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি জলি তালুকদার ও জিয়াউল কবীর, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।
সূত্র: কালের কন্ঠ