দুই দিনের ব্যবধানে সোনার দাম কমছে ভরিতে ১,৬৮০ টাকা
দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমছে ১ হাজার ৬৮০ টাকা। এতে করে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার টাকা। সোনার নতুন দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সোনার দাম কমলেও রুপার দাম কমছে না। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকাই থাকছে।
এর আগে জুয়েলার্স সমিতি গত বুধবার সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা কমিয়েছিল। কাল শুক্রবার থেকে কমছে আরও ১ হাজার ৬৮০ টাকা। তার মানে গত তিন দিনে সোনার দাম দুই দফায় কমছে ৪ হাজার ২৫৮ টাকা।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমায় হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১০ হাজার ৬২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯০ হাজার ২৩৩ টাকা।