সুনামগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসনের বাস্তবায়নে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় সেরা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টটি যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN