শাহাপুর প্রিমিয়ার লীগের ফাইনালে সোনার বাংলার জয়জয়কার

১১ জানুয়ারি (শনিবার) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুরে অনুষ্ঠিত হয় শাহাপুর প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল ম্যাচ। এই উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব (কালিয়ারগাঁও) ও রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব (কালিগঞ্জ)। ম্যাচে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রূপসী বাংলাকে পরাজিত করে শিরোপা জয় নিশ্চিত করে।
পুরস্কার ও বিশেষ সম্মাননা:
ফাইনাল ম্যাচের বিজয়ী সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে প্রথম পুরস্কার হিসেবে ৪২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্স-আপ রূপসী বাংলা স্পোর্টিং ক্লাবকে ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়।
ম্যাচে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন মুমিন আহমদ (সোনার বাংলা স্পোর্টিং ক্লাব)। তিনি একইসঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মুহিত আহমদ (রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব)।
উপস্থিত অতিথি ও পুরস্কার বিতরণ:
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী জহির আলী। তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক কালাম আহমেদ, লাল মিয়া, মিফতাউজ্জামান এবং আরও অনেকে।
ম্যাচ পরিচালনা:
উক্ত ম্যাচ পরিচালনা করেন শফিউল আলম, সাঈদ আহমদ, টিপু সুলতান, মারুফ আহমদ, রনি, কামরুল ইসলাম, হাসান আহমদ এবং মাছুম আহমদ।
স্পন্সরদের অবদান:
এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে যারা অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিলাদ হাসান (পোল্যান্ড), নাজমুল হোসেন (পর্তুগাল), কামরুল ইসলাম (ফ্রান্স), মাসুদ আহমদ (গ্রীস), মারুফ আহমদ শুভন (পর্তুগাল), তোফাজ্জল হক সাজু (জার্মানি), তায়েফ আহমদ (লন্ডন), ফরহাদ আহমদ (দুবাই), নিপু আহমেদ (লন্ডন), তারেক আহমেদ (ফ্রান্স), মাহবুব আহমেদ (গ্রীস) এবং ইমরান আহমেদ (লন্ডন)।
-কামরান আলম, মৌলভীবাজার
ON/RMN