জমিয়ত উলামায়ে ইসলাম সুনামগঞ্জ পৌর শাখার শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় পৌরশহরের “একটু রেস্টুরেন্ট” হল রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আলোচনা সভায় পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. মুফতি মুবাশ্বির আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. মুফতি মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, এবং ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
বক্তারা জমিয়ত ইসলামের ঐতিহ্য, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তারা সকলের মধ্যে ঐক্য, সমবেদনা এবং ইসলামী শিক্ষার প্রচারে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জমিয়তের উপদেষ্টা মুফতি আব্দুল হক আহমদী, মাও. আবু সাঈদ, মুফতি বদরুল আলম, হাফিজ মাও. আবদুল গাফ্ফার, মাও. নূরুল মুত্তাকিন, হাফিজ মাওলানা নূর হোসাইন, মাও. আমীরুল ইসলাম, পৌর জমিয়তের সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মাও. খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাও. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. তায়েফ আহমদ, অর্থ সম্পাদক হা. মাও. ইয়াহয়া বিন রফিক, প্রচার সম্পাদক মাও. আমিরুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN