দিরাই পৌরসভার দোকান থেকে ৬০ হাঁসের ডিম ও ৩ গ্যাস সিলিন্ডার চুরি

দিরাই পৌরসভার হারানপুর রোডে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে শ্রুতি ভেরাইটিজ স্টোর-২ নামক দোকানের তালা ভেঙে ৬০টি হাঁসের ডিম এবং ৩টি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যায়।
দোকানটির মালিক কৌশিক রঞ্জন দাস জানান, গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা ভেঙে প্রবেশ করে ৬০টি হাঁসের ডিম এবং ৩টি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, দোকানটি নতুন খোলা হয়েছে এবং এখনও মালামাল তোলা হয়নি। দোকানে ছিল ৫টি নতুন গ্যাস সিলিন্ডার এবং কিছু খালি সিলিন্ডার। হাঁস ও লাল মুরগির ডিম ছিল, তবে চোরেরা শুধু হাঁসের ডিম নিয়ে গেছে এবং লাল মুরগির ডিম রেখে গেছে।
সকালে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারে ভাঙা দাগ রয়েছে এবং কিছু মালামাল চুরি হয়ে গেছে। কৌশিক রঞ্জন দাস জানান, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি দ্রুত পুলিশকে অবহিত করেছেন। তিনি আশা করেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত চোরদের খুঁজে বের করবে এবং অপরাধীকে শাস্তি প্রদান করবে।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN