সুনামগঞ্জ ৪ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীকে সংবর্ধনা

ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক এবং দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীকে সুনামগঞ্জে আগমন উপলক্ষে দিরাই রাস্তা পয়েন্টে জমিয়ত কর্মীদের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিরাই রাস্তা পয়েন্ট থেকে একটি মোটর সাইকেল শোডাউন আয়োজন করে মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীকে শহরে নিয়ে আসা হয়। পরবর্তীতে, পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা।
জানা যায়, তিনি আগামী ৬ জানুয়ারি সোমবার দারুল হিকমাহের ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিতে এক সপ্তাহের জন্য দেশে এসেছেন।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দীন, এবং সভা পরিচালনা করেন দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের উপদেষ্টা পরিচালক মাওলানা নুরুজ্জামান আলমগীর কাসেমী।
মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, “উন্নত বিশ্বে থাকা সুবাদে আমরা যেভাবে দেখেছি, ইউরোপ ও আমেরিকার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকার কীভাবে প্রয়োগ করে, তা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যখন দেখি, আমাদের দেশে এই ধরনের সুযোগ-সুবিধা নেই, তখন তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। যদি আগামী দিনে আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে সংসদে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ, জীবনের শেষ রক্ত পর্যন্ত আপনাদের নাগরিক অধিকার প্রদান করার সংগ্রামে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরো বলেন, “১৫ বছর আগে থেকেই সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্ভরপুর নিয়ে আমি স্বপ্ন দেখছি। কিন্তু সুষ্ঠু নির্বাচন না থাকার কারণে, গণতান্ত্রিক অধিকার না থাকার কারণে, আমি নিজে সহ আরো অনেকেই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করিনি। এই অংশগ্রহণ না করাই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র অস্ত্র ছিল এটি।”
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাসেম সাইদ, সহসভাপতি আহম ফখরুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন, জেলা জমিয়তের সদস্য মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা মোস্তফা কামাল, জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদ নোমানসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN