মৌলভীবাজারে ইসলামী সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ইসলামী সোসাইটির উদ্যোগে ২৮ ডিসেম্বর শনিবার সাতটি উপজেলায় পেরণা মেধাবৃওই পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে সাতটি উপজেলার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালে ১১টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১টায় সমাপ্ত হয়। পরীক্ষায় মোট ৩,৫০,০০০ টাকার সহ ১৮০টি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। পরীক্ষার ফলাফল আগামী ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মামুনুর রশিদ স্যারের তত্ত্বাবধানে পেরণা মেধাবৃওই পরীক্ষা আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা জানান, ‘মেধাবী জেনারেশন তৈরির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
অবিবাহরা বলেন, ‘ইসলামী সোসাইটির এই উদ্যোগে অনেক মহৎ কাজ যা মেধাবী প্রজন্ম তৈরি করতে সহায়ক। বিগত আন্দোলন-সংগ্রাম ছাত্রদের পড়ালেখার প্রতি আগ্রহ কমে গিয়েছিল, এসব উদ্যোগের কারণে তাদের আবার পড়ালেখায় মনোযোগী হতে সহায়তা করবে।’
-কামরান আলম, মৌলভীবাজার
ON/RMN