কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাল সিল-মোহর ও নথি তৈরির অভিযোগে তিনজন আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ জাল কাগজপত্র, শতাধিক সিল এবং কাগজ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অদ্য ২৫ নভেম্বর দুপুর ২টায় নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, উপজেলার বি এস সি মোড় এলাকার নুর কম্পিউটার ও জননী কম্পিউটার নামক দুটি দোকানে দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করা হচ্ছে। তিনি পুলিশের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
অভিযানে নুর কম্পিউটার ও জননী কম্পিউটারের মালিক মো. আসাদুজ্জামান (৪৩), মো. হাফিজুর রহমান (৩২) এবং দুলাল মিয়া (৫০) কে আটক করা হয়। অভিযানের সময় আরেক সন্দেহভাজন, বদরুল আলম রঞ্জু, পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, দোকান দুটি থেকে সম্প্রতি বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, অপসারিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, অপসারিত পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার শতাধিক সিল উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযানে জাল কাগজপত্র তৈরির উপকরণ, দোকানগুলোর কম্পিউটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। রাত ১১:৩০ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF