দহগ্রাম সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফের বেড়া মেরামত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া মেরামতের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএসএফের প্রহরায় ভারতের নাগরিকরা বাঁশ দিয়ে বেড়া শক্ত করার কাজ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। এসময় বিএসএফ সদস্যরা বিজিবির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং হুমকি দেয়, ‘আমরা জোর করে কাজ করবো, তোমরা যা করার করো।’
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে আন্তর্জাতিক নিয়ম রয়েছে, যা লঙ্ঘন করা হয়েছে।
এর আগে, ১০ জানুয়ারি একই সীমান্ত এলাকায় প্রায় দেড় কিলোমিটারজুড়ে বিএসএফ চার ফুট উচ্চতার বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় তা স্থগিত করা হয়। এ ঘটনার পর বিজিবি কর্তৃপক্ষ বিএসএফকে কঠোর সতর্কতা জানায় এবং সীমান্তে কোনো ধরনের নির্মাণ কাজ করতে নিষেধ করে।
সীমান্তের নিরাপত্তা ও দুই বাহিনীর মধ্যে উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN