কুড়িগ্রামের ফুলবাড়ীতে সমলয়ে বোরো চাষে আধুনিক কৃষির নতুন দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে তীব্র শীত উপেক্ষা করে সমলয়ে বোরো চাষাবাদের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থাপনার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি ব্যবহার করে উফশী জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই ব্লক প্রদর্শনীর উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান এবং ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার আশরাফুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, উপজেলা উপসহকারী কৃষি অফিসার তাজুল ইসলাম, উদয় কৃষ্ণ রায়সহ স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সমলয়ে চাষাবাদ আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি উজ্জ্বল উদাহরণ। এটি কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এই উদ্যোগ কৃষি খাতে সময়, শ্রম এবং খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া বলেন, ‘এ ধরনের কার্যক্রম আমাদের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।’
ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের এই আধুনিক উদ্যোগ কৃষি খাতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষকদের জীবনমান উন্নত করতে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/RMN