লালমনিরহাটে শিয়ালের আক্রমণে আহত ১৩ জন

লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে গতকাল রাতে ১৩ জন শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে ১ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকী ১২ জন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত ব্যক্তিরা জানান, যে প্রাণীটি তাদের আক্রমণ করেছে, তা সাধারণ শিয়াল নয়, বরং নেকড়ে প্রজাতির বলে তাদের ধারণা। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছেন, প্রাণীটি শিয়ালের চেয়ে বড় এবং এর আক্রমণাত্মক আচরণ আরও বেশি।
আক্রান্তরা জানান, নেকড়ে প্রজাতির প্রাণীটি গতকাল রাতেই তাদের ওপর আক্রমণ চালায়। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করেছে। তাদের ধারণা, উক্ত প্রাণীটি স্থানীয় বনাঞ্চল থেকে চলে আসতে পারে। প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
-সাব্বির হোসেন, লালমনিহাট
ON/RMN