তারাগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান

রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের উদ্যোগে ১৫ জানুয়ারি সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকাস্থ ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘রোড সেফটি এবং ট্রাফিক আইন’ বিষয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে সাড়ে সাত হাজার থেকে আট হাজার মানুষ প্রাণ হারান, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো গাড়িচালকদের ট্রাফিক আইন না মানা এবং পথচারী ও শিক্ষার্থীদের অসচেতনতা।’
পুলিশ সুপার শিক্ষার্থীদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।’
অনুষ্ঠানে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, তারাগঞ্জ লোকাল থানার অফিসার ইনচার্জ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন।
দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার প্রতিশ্রুতি দেন এবং হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন পুলিশ সুপার। পাশাপাশি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
-মোঃ মাসুম পারভেজ,সাদুল্লাপুর, গাইবান্ধা
ON/RMN