কুড়িগ্রামে গোপন অভিযানে তিন ব্যান্ডেল গাঁজাসহ যুবতী গ্রেফতার

সোমবার বিকাল ২টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অধিনে সিএনজি স্ট্যান থেকে গোপন অভিযানে রৌমারী সদর থানা পুলিশ তিন (৩) ব্যান্ডেল গাঁজাসহ এক যুবতীকে আটক করেছে।
আটককৃত যুবতীর ঠিকানা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। আসল ঘটনা জানার জন্য পুলিশ যুবতীকে থানায় নিয়ে যায়।