চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।’ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ ই নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে নতুন রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়-হুজরাপুর সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতলে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন- ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. শামসুল হক, মো. খায়রুল ইসলাম, আলহাজ মো. শুকুর উদ্দিন, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা, ডা. মো. নাইমুল হক, ডা. মাসুম উজ্জামান চৌধুরী, ডা. নাজমা সুলতানা লোপা, ডা. আসিয়া খাতুন, ডা. সাদিয়া শারমিন ও ডা. ইসরাত বিনতে মহিউদ্দীন।কর্মসূচিতে অংশ নেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সূত্র : যায়যায়দিন
ON / MLY