নওগাঁর পত্নীতলায় ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গণসংযোগ

নওগাঁর পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে বুধবার সকালে ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা, মাসুমুল হক সিয়াম, শাহিনুর ইসলাম, মেহরাব হোসেন, হুমাইরা, রাকিব হাসান, তানভীর আহমেদ এবং সিয়াম।
আয়োজকরা জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন দেশের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দাবির পক্ষে জনসচেতনতা বাড়াতে এবং মানুষের সহযোগিতা পেতে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
-আবু জাফর, পত্নীতলা, নওগা
ON/RMN