পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হল তারুণ্যে উৎসব ২০২৫

পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে “তারুণ্যে উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) শিহাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব রোস্তুম আলীর সভাপতিত্বে ও শিহাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পি২০২৫ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওরেখান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আসলাম হোসেন, শিহাড়া ইউনিয়ন শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা দুরুল ইসলাম, জামাত নেতা আব্দুল আউয়ালসহ স্থানীয় শিহাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি র্যালী শিহাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিহাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
-আবু জাফর, পত্নীতলা, নওগা
ON/RMN