নওগাঁর পত্নীতলায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জকে হারিয়ে জয়পুরহাট জেলা দল ট্রাইফিকারে বিজয়ী হয়েছে। আজ শনিবার বিকালে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত এই খেলায় জয়পুরহাট জেলা দল ৩-২ গোলে সিরাজগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খাঁন (জোহা)। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়োজিদ রায়হান শাহীন, নজিপুর পৌর বিএনপির অন্যতম নেতা ও খেলার আয়োজক কমিটির পরিচালক এ.জেড মিজান প্রমুখ।
এই টুর্নামেন্টটি আয়োজিত হয় পত্নীতলা এলাকার যুবকদের উদ্যোগে, এবং এটি খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে এবং একতা ও বন্ধুত্বের বোধ সৃষ্টি করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন আয়োজকরা।
-আবু জাফর, পত্নীতলা
ON/RMN