নওগাঁর পত্নীতলায় অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে জামায়াত নেতা ইন্জিঃ এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর ইঞ্জিনিয়ার মো. এনামুল হক মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের কাশিপুর গ্রামে অমুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগে ইঞ্জিনিয়ার এনামুল হকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাটিচরা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিলসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ‘একটি ইসলামি সংগঠনের নেতাকে কাছে পেয়ে কাশিপুর গ্রামের অমুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের হাসি দেখা যায়।’
ইঞ্জিনিয়ার এনামুল হক কেন এই গণসংযোগে এসেছেন—এ বিষয়ে স্থানীয় পর্যায়ে জানা গেছে যে, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকলের মতামত জানার জন্য নিয়মিত এ ধরনের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পরিচালনা করেন।
–আবু জাফর, পত্নীতলা
ON/RMN