কচুয়া বিদ্যালয়ে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলার হযরত শাহ নেয়াতমত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি ও দলটির সার্বিক কার্যক্রম নিয়ে জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা সংবাদ সম্মেলন করে।
শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে দায়িত্ববান ও নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে কচুয়া উপজেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, “আমরা ইতিমধ্যে কচুয়া পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাওয়াতি অভিযান ও লিফলেট বিতরণ করেছি। আশা করছি অনেক মানুষের সমাগম হবে। এদেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে অন্তর থেকে বিশ্বাস করে। জামায়াতে ইসলামীর কাছে এদেশের মানুষ নিরাপদ, যার কারনে দলমত নির্বিশেষে শনিবার গণজোয়ার হবে। তাই সকলের সহযোগিতা ও সার্বিক বুদ্ধি পরামর্শ চাই। পাশাপাশি সাংবাদিকদের লেখনী ও প্রচারের সহযোগিতা কামনা করি।”
শনিবার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আবু নছর আশরাফী। সম্মেলনে সভাপতিত্ব করবেন কচুয়া উপজেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ। এছাড়াও কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও পৌর আমীর আমিনুল হক আজহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
-মোঃ মাসুদ রানা ,কচুয়া
ON/RMN