পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালো দুই আসামি, বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুর সদর থানাধীন চরমুগুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর এলাকায় পুরাতন গ্রেফতারি ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দুজন পলাতক আসামির বাড়ি তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার ও পারভেজ খালাসী পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ পলাতক আসামি ইব্রাহিম হাওলাদারের বাড়ি তল্লাশি করে। এ সময় তার বসতঘরের বারান্দায় খাটের নিচে রাখা বায়ুরোধী সাদা তিনটি পলিব্যাগ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য পেয়ারপুর এলাকার আক্কাস হাওলাদার ওরফে আলকেস হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩৫) এবং একই এলাকার দেলোয়ার খালাসীর ছেলে পারভেজ খালাসী (৩০)। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN