নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থীর বামইল বাজার সফর ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের বামইল বাজারে বুধবার (১৮/১২/২০২৪) বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি ব্যবসায়ীদের ইসলামী শরিয়াভিত্তিক ন্যায়সংগত ব্যবসাপ্রবাহ বজায় রাখার আহ্বান জানান এবং সকলে মিলে একটি সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যমত্যের চেষ্টা করেন। মতবিনিময়কালে তিনি ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করেন এবং সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে এনামুল হক বলেন, ‘নওগাঁর-২ আসন সহ সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাত ধরে দেশে ন্যায় ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা এবং সকল অন্যায়, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
-আবু জাফর, পত্নীতলা
ON/RMN