‘সাংবাদিকদের ক্যামেরা প্রবেশে বাধা, ইউএনও ইলোরা ইয়াসমিন বদলি

সাংবাদিকদের ক্যামেরা নিয়ে অফিস কক্ষে প্রবেশে বাধা এবং ক্যামেরার সামনে বক্তব্য না দেওয়ার কারণে সাংবাদিকদের সাথে দূরত্ব তৈরির পর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে দোহার উপজেলা থেকে শরীয়তপুর জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে স্থানান্তর করা হয়।
জানা যায়, ইলোরা ইয়াসমিন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোনো ধরনের বক্তব্য দেবেন না বলে জানান। এর ফলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এবং এ নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) বরাবর অবহিত করলে ডিসি একে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন। পরবর্তীতে একাধিক জাতীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলেও ইউএনও ইলোরা ইয়াসমিন তার অবস্থান থেকে সরেননি। অবশেষে তাকে দোহারের পদ থেকে সরিয়ে শরীয়তপুর সদর উপজেলায় বদলি করা হয়।
-মোঃ সুমন, নবাবগঞ্জ
ON/RMN