পাংশায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় সম্পন্ন হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আবু দারদা। এছাড়া পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুন, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ এবং রানার্সআপ হয়েছে কাজী আব্দুল মাজেদ একাডেমি। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ।
ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাংশা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা এবং রানার্সআপ হয়েছে কাচারীপাড়া হাই-স্কুল অ্যান্ড কলেজ।
আল আমিন হোসেন
ON/SMA